ঐচ্ছিক অবসরে যুগ্মসচিব শাহনুর আলম
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৮

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. শাহনুর আলম খান। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তি হওয়ায় তিনি চাকরি থেকে ঐচ্ছিক অবসর চেয়ে আবেদন করেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. শাহনুর আলম খানকে তার আবেদনের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৪(১) অনুযায়ী চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তির পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএস/কেএম)