বিটিআরসির ডিজি নাসিম পারভেজের স্থলাভিষিক্ত হচ্ছেন খলিল উর রহমান

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমান। তিনি বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমানের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে প্রেষণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমানকে বিটিআরসির মহাপরিচালক করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএস/কেএম)