ক্ষমা চাইলেন তানজিম সাকিব, সতর্ক বার্তা বিসিবির
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৭
এশিয়া কাপে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা রাঙালেও একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একদিন পর থেকেই বেশ সমালোচিত হচ্ছেন উদীয়মান ক্রিকেটার তানজিম সাকিব। এবার সেই ইস্যুতে ক্ষমা চাইলেন তিনি। এমন ভুল যাতে আর না হয় সেজন্য সাকিবকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
সাকিব ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘সে (সাকিব) বলেছে- ‘আমি দুঃখিত’। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেয়া হয়। সে বলেছে, এ ধরনের পোস্ট দেয়া থেকে বিরত থাকবে। সাকিব বলেছে, সে নারী বিদ্বেষী নয়, আমার মা-ই তো একজন নারী।’
জালাল ইউনুস আরও বলেন, আমরা তাকে সতর্ক করেছি। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন সাকিব।
২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
পোস্টের শেষদিকে আরও লেখেন, ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশা আল্লাহ।’
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)