মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৩
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলী সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
তিনি বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এদিকে এ ঘটনায় আহত তার ছেলে ইব্রাহিম আলী ও ভাতিজা হাবিবুর রহমান গুরুতর আহত হলে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক জানান, মুক্তিযোদ্ধার পরিবার আমাকে ফোনে এই ঘটনা জানালে আমি থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)