ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩০১৫

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৮৬৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তিন হাজার ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫৭ জন। ঢাকার বাইরে ২১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন এবং ঢাকার বাইরের ১১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ হাজার ৮৩৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৯৭৭ জন।
এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭১ হাজার ৪২৬ জন এবং ঢাকার বাইরের ৯৪ হাজার ২৫৪ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। তবে ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএ/ইএস
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

জ্বর-সর্দি-কাশি সারাতে মহৌষধের কাজ করে যে পাঁচ পানীয়

যে উপায়ে প্রাথমিক পর্যায়েই চেনা যায় স্তন ক্যানসার, জানুন চিকিৎসা সম্পর্কেও

শীত এলেই বাড়ে চর্মরোগ! জানুন কারণ এবং সমাধান

দুই ধরনের ডায়াবেটিসের মধ্যে কোনটি বেশি ভয়ানক? জানুন, সাবধান হোন

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৯

ক্যানসার ও ডায়াবেটিসের যম তেজপাতা! আরও কত রোগ সারে জানুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে যে পাঁচ খাবার
