বগুড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত বাসের ধাক্কায় রিমন হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে। গুরুতর আহত রাকিব হাসান নিনগ্রামের মনসুর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে নন্দীগ্রাম থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন, নিহত রিমন কুন্দারহাটে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কেনাকাটা করতে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামে যাওয়ার সময় একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিমন ঘটনাস্থলেই নিহত এবং তার বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে মোটরসাইকেল পড়ে থাকলেও অজ্ঞাত যানবাহনের বিষয়ে জানা যায়নি।

নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/ইএইচ)