মেলান্দহে নববধূর মরদেহ উদ্ধার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:১২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মেলান্দহে নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বুধবার সন্ধায় উপজেলার চর পলিশা তালতলা এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিথি আক্তার (১৬) উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকার রফিকুল ইসলাম মেয়ে ও চর পলিশা আল মামুনের ছেলে গোলাম রাব্বীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে রিথি আক্তারের সঙ্গে গোলাম রাব্বী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যান। পরে উভয়ের পারিবারের সম্মতিতে বিবাহ হয়। নিহত রিথি আক্তার ও স্বামী গোলাম রব্বানী চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে বিয়ের পরে বেশি সময় তার বাবার বাড়িতেই থাকতেন রিথি।

বুধবার বিকাল ৩টার দিকে নিহত রিথি আক্তার তার বাবার বাড়ি বেতমারী থেকে স্বামীর সাথে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়িতে যায়। বিকালে পাচটার দিকে স্থানীয়রা ঘরের মেঝেতে রিথির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রিথি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/ইএইচ)