গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ পিটার হাসের
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৯

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।’
পিটার হাস বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি।’
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এফএ)