শুক্রবার বাংলাদেশসহ কানাডা-আমেরিকার রেকর্ডসংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৬

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগমাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্যপ্রযুক্তির যুগের নানা আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মাতা দীপংকর দীপন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘অন্তর্জাল। যেখানে চিত্রনায়ক সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তারকারা অভিনয় করেছেন।

শুক্রবার বাংলাদেশসহ কানাডা ও আমেরিকার পৌনে দুইশোর বেশি প্রেক্ষাগৃহে মুক্তির রেকর্ড গড়তে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’। এর মধ্যে কানাডা ও আমেরিকায় সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫০টি প্রেক্ষাগৃহে।

উত্তর আমেরিকার এই দুই দেশে ‘অন্তর্জাল’ মুক্তি দিতে যাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিম জানায়, কানাডা ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার অন্তর্জাল। আর তা মুক্তি পাচ্ছে রেকর্ডসংখ্যক ১৫০টি থিয়েটারে!

দেশে কত হলে মুক্তি পাচ্ছে, নির্মাতাকে এমন প্রশ্নই শুনতে হচ্ছে কয়েকদিন ধরে। বৃহস্পতিবার দুপুর ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপন শেয়ার করেছেন দেশে ‘অন্তর্জাল’-এর প্রেক্ষাগৃহের তালিকা।

যেখানে দেখা যায়, দেশের সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সব শাখার পাশাপাশি যমুনা ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন ও লায়নসেও দেখা যাবে সিনেমাটি। এছাড়াও দেশের প্রায় ২০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনেও শুক্রবার থেকে চলবে ‘অন্তর্জাল’।

হলের তালিকা প্রকাশ করে দীপন দর্শকের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমাদের সিনেমা ‘অন্তর্জাল’ কাল থেকে সিনেমা হলে। আপনারা সিনেমা হলে এলে আমাদের সব কষ্ট সার্থক হবে। অনেক ভালোবাসা আপনাদের জন্য। জয় হোক বাংলা সিনেমার।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :