পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াবে সৌদি

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪২

ঢাকা টাইমস ডেস্ক

ইরানে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনাজি বলেছেন, তার দেশ পেট্রোকেমিক্যাল শিল্পে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সহযোগিতা প্রসারিত করতে প্রস্তুত। 

আব্দুল্লাহ বিন সৌদ আল-আনাজি সোমবার তেহরানে ইরানপ্লাস্ট আন্তর্জাতিক প্রদর্শনীর ১৭তম আসর পরিদর্শনকালে এ মন্তব্য করেন।

সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) কোম্পানি এবং ইরানের পেট্রোকেমিক্যাল কোম্পানির মধ্যে অভিন্ন সহযোগিতার সক্ষমতার কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানি এ বিষয়ে বৈঠকের ব্যবস্থা করবে। সূত্র: মেহর নিউজ 

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)