ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বিকালে রাজধানী ঢাকার দুই প্রবেশমুখ উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট–সংলগ্ন মাঠ ও যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে বিএনপি।

পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া সমমনা জোটগুলোও আলাদা আলাদা ভাবে রাজধানীতে সমাবেশ করবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে বেলা তিনটায় শুরু হবে উত্তরার সমাবেশ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। অন্যদিকে একই সময়ে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ীর সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আবদুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৮ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম ওইদিন ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা-কেরাণীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে ও ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকায় আজকের সমাবেশের পর শনিবার রোডমার্চের কর্মসূচি রয়েছে। বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে এ রোডমার্চ হবে। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

সমমনা দল ও জোটের সমাবেশ

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিক সমমনা বিভিন্ন দল ও জোট পৃথক পৃথক সমাবেশ করবে আজ। এর মধ্যে ১২ দলীয় জোট বিকাল চারটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক–সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা তিনটায় পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে, একই সময় এলডিপি কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) উত্তর বাড্ডা ওভার ব্রিজ–সংলগ্ন এলাকায় সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে এবং গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।

কর্মসূচিতে পরিবর্তন

১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। এর মধ্যে ৩ অক্টোবরের কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের রোডমার্চের তারিখ পরিবর্তন করে ৫ অক্টোবর করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলায় সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পরিবর্তনের কথা জানান।

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী ৩ অক্টোবর ফরিদপুরে রোডমার্চ অথবা সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশের তারিখ পরিবর্তন করে ৪ অক্টোবর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ বিএনপি নেতা বাবুল দেখতে বাসায় গেলেন নিরব

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই প্রতিনিধিদল

স্বৈরাচারের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না: রিজভী

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে: টুকু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে হবে : আবদুল হালিম

দেশে ‍সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই: আমিনুল হক

লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

এই বিভাগের সব খবর

শিরোনাম :