বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ আব্দুর রহিম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রহিম উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মৃত সেকেন্দার আলীর ছেলে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আলমাস আলী সরকার জানান, বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকায় ওয়াহেদ বাক্স মিলনায়তনের সামনে পাকা রাস্তায় দুই মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন। টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময় আব্দুর রহিম নামের একজনকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তার আব্দুর রহিমের কাঁধে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশিকালে ব্যাগের মধ্যে সাদা কস্টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :