ঢাকা-২০ আসন
নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান
কখনো দলে চাননি পদ-পদবী
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৯
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সিআইপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আধুনিক ও ডিজিটাল ধামরাই গড়তে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান আহম্মদ আল জামান।
বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা ডালিপাড়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুর-উজ্জামানের ছেলে। তার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালীন ধামরাই উপজেলা বেসামরিক প্রশাসনের প্রধান ছিলেন। আহম্মদ আল জামান ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কখনও তিনি আওয়ামী লীগের পদ পদবী চাননি। তারপরও তিনি জীবনের দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কাটিয়ে দিয়েছেন। ধামরাইয়ে বর্তমানে আওয়ামী লীগের দলীয় কোন্দল ও প্রবীণ নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে। এসব সমস্যা নিরসনের জন্য এগিয়ে আসেন আহম্মদ আল জামান। আওয়ামী লীগের ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সিদ্ধান্তে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও দলমত নির্বিশেষে সকলেই সাধুবাদ জানিয়েছেন তাকে।
বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃত্বে রয়েছেন দীর্ঘদিন ধরে। তিনি কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছেন। এছাড়াও ধামরাইয়ের পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের প্রায় ৩৫ হাজার দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করেছেন আহম্মদ আল জামান। এসব কর্মকাণ্ডের জন্য বর্তমানে তিনি ধামরাইবাসীর কাছে প্রিয় মানুষ ও জননেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।
সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ঢাকাটাইমসকে বলেন, আমি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। আমি নেতা নই, আমি সেবক হয়ে থাকতে চাই। যতদিন বেঁচে আছি ততদিন গরীব ও অসহায় মানুষের সেবা করে যেতে চাই। আমি ধামরাইয়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষাক্ষেত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছি। এছাড়াও আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান ১৯৭১ সালের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক। তিনি আমেনা নূর ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশন থেকে গত ৪ মাসে ৩৫ হাজার দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবার বাহিরেও আমেনা নূর ফাউন্ডেশন সামাজিক কর্মকাণ্ডের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছে। যেমন স্কুল কলেজ, মসজিদ-মাদ্রসা, এতিমখানা, মন্দির ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কার্যক্রমে অনুদান দিয়ে যাচ্ছে সংগঠনটি। এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। তিনি আশাবাদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে ঢাকার ধামরাই আসনে নৌকার প্রার্থী হিসেবে বিবেচনা করবেন।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ইএইচ)