বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কর্মশালা

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের নন গ্রুপ কৃষক কৃষাণীদের নিয়ে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কিশোরগঞ্জের একরামপুরের খামার বাড়িতে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুস সাত্তার।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ মো. জয়নাল আবেদীন।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কমকর্তা ফাহিমা আক্তার ফাহিমের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মাহবুবুর রহমান, অতিরিক্ত উপপরিচালক আনোয়ার হোসেন, অতিরিক্ত উপপরিচালক মো. শাহীনুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা মো. এমাজ উদ্দিন।

পরে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ইএইচ)