জোতিকা জ্যোতির ‘নিশিবক’

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে যুক্ত হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য এ সিনেমার নাম ‘নিশিবক’। এটি পরিচালনা করছেন সাজ্জাদ জহির।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়ের একটি রাতের গল্প নিয়ে নির্মিত হবে ‘নিশিবক’। এতে জ্যোতির চরিত্রের নাম রামিজা।’

এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘সদ্য সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, স্ক্রিপ্ট পেলাম। এটি এ বছর সরকারি অনুদান পেয়েছে। অক্টোবরের মাঝামাঝিতে মাওনায় এর শুটিং হবে।’

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ সিনেমায় অভিনয় করছেন। তার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ছিল ‘ব্রেক আপ’।

তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।

 (ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম)