বাংলাদেশকে বিপদে ফেলে সাজঘরে তামিম

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ইতিবাচক ব্যাট করছিলেন দুই তামিম। কিন্তু হুট করেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এবার ফিরলেন তামিম ইকবাল। তাতেই বিপদে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান।
এখন ১৫ রানে মাহমুদউল্লাহ ও ২ রানে শেখ মাহেদি ব্যাট করছেন।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলনেতা লকি ফার্গুসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শূন্যরানে ফেরেন কিউই ওপেনার উইল ইয়াং। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ফিন অ্যালেনও। তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
অভিষিক্ত খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন চাদ বোয়েস। শুরুর চাপ সামলে নেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৬১ বলে ৪৯ রানে ফেরেন নিকোলস। পরের উইকেটে খেলতে নেমে ১০ রান করেন রাচিন রবীন্দ্রো।
এদিকে ফিফটি পূরণের পর ৬৮ রানে থামেন টম ব্লান্ডেল। মাত্র ৬৬ বলে খেলা তার এই ইনিংসটি একটি ছয় ও ছয়টি চারে সাজানো। আউট হওয়ার আগে ২০ রান করেন কোলে ম্যাকেঞ্জি। কাইল জেমিসনও করেন ২০ রান। শেষদিকে ৩৯ বলে ৩৫ রানের ইনিংসটি খেলেন ইশ সোধি। ১ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

টাইমস ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

মেসির জন্যই পদত্যাগ করতে চান স্কালোনি!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বেতন বাড়িয়ে ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

পিএসএলে সাড়ে ৪ কোটিতে দল পাল্টালেন নাসিম শাহ

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ
