ভৈরবে খাল দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভৈরবে কোদালকাটি নদী রক্ষায় খাল খনন সরকারি কাজে দুষ্কৃতিকারীদের বাঁধা ও খাল দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক গ্রামবাসী।

শনিবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের স্ট্রিল ব্রীজ সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়া, শিমুলকান্দি ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আহম্মেদ, ২নং ওয়ার্ড মেম্বার হেলাল মিয়া, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. শাহ আলম, ৪নং ওয়ার্ড মেম্বার মো. আলামিন প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জোবায়ের আলম দানিছ বলেন, আমি খাল কাটার পক্ষে আছি। সিডিউলে ড্রেজারে মাটি কাটার কোন নিয়ম নেয়। ড্রেজারে বালু উত্তোলন করলে কৃষি জমি ক্ষতিগ্রস্থ হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, এই কাজ হলো স্থানীয় সরকার অধিদপ্তরের। কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর দায়িত্ব। এখানে ইউএনওর কোন সংশ্লিষ্টতা নেই। উপজেলা প্রকৌশলী কাজ সাময়িক বন্ধ রেখেছে। আমিও বলেছি কাজ যেন বন্ধ রাখে।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ইএইচ)