ডাকাতিতে বাঁধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখম
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৪
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দেওয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত পিতা-পুত্রকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানী এলাকার মির্জাপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের কাজী দৌলত হোসেন রাত আনুমানিক আড়াইটার দিকে তাহাজ্জুদ নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে ওঠেন। ঘরের দরজা খুলতেই উঠানে মুখোশ পড়া ৪/৫ জন লোক দেখে দরজা বন্ধ করতে গেলে তারা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার স্ত্রী নার্গিস বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার আত্মচিৎকারে ছেলে কাজী রায়হান এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ওটা একটা চুরির ঘটনা। চোরদের দেখে ফেলায় বাড়ির লোকজনের ওপর তারা হামলা করে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ইএইচ)