জীবন দিয়ে হলেও একতরফার নির্বাচন প্রতিহত করা হবে: গণতন্ত্র মঞ্চ
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩২
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, গত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এই অবৈধ সরকার আর একবার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। জীবন দিয়ে হলেও, এই নীল নক্সার নির্বাচন আমরা প্রতিহত করবো।
শনিবার বিকালে রাজধানীর কাওরান বাজারে সরকার পতনের একদফা দাবিতে পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত গণসমাবেশ নেতারা এসব কথা বলেন।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চ-র সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড: আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহ- সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, জিনিসপত্রের দাম আকাশচুম্বি হয়েছে, তারা দাম কমাতে পারে না। এই সরকারের অঙ্গিকারের কোন দাম নেই, কেউ বিশ্বাস করে না। সারা দুনিয়ার মানুষ এই সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করে না, যে কারণে ইউরোপীয় ইউনিয়ন তাদের পাতানো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।
জননেতা সাইফুল হক বলেন, কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকার রাস্তায় নৌকা নেমে গেছে, এই হলো সরকারের উন্নয়ণ। এই সরকার এতই বেহায়া যে, তারা আর একটা সাজানো নির্বাচন করতে যাচ্ছে। তারা লুটপাটের সিন্ডিকেট তৈরী করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাটের মাফিয়া সিন্ডকেটের স্বার্থ রক্ষা করার জন্য আরও একবার নীল নকশার নির্বাচন করার পাঁয়তারা করছে।
জোনায়েদ সাকি বলেন, অবৈধ সরকার ভয় দেখিয়ে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রীর নিউয়র্কের বক্তব্য উল্লেখ করে বলেন, কিসের ভয় ছেলের ধনসম্পত্তি নিয়ে। বিরোধীরা যাতে ভোটে না আসে তার জন্য সরকার সকল আয়োজন করছে। ক্যাঙারু বিচার ব্যবস্থা বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। ১৮ সালে যে নির্বাচন করেছেন বাংলাদেশের ইতিহাসে এতো ন্যক্কারজনক নির্বাচন আর হয়নি। গণতন্ত্র মঞ্চ আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ বানানোর জন্য লড়াই করছে।
জেএসডির সিনিয়ার সহ-সভাপতি তানিয়া রব শেখ হাসিনার উদ্দশ্যে বলেন, আপনি তামাশা করছেন। দেশের মানুষ আজ কষ্টে রয়েছে, আর দেশের মানুষের ঘাড়ে ঋনের বোঝা চাপিয়ে উন্নয়ণের কথা বলে বেড়াচ্ছেন। এই ঋন কে শোধ করবে? আপনার পরিবার শোধ করবে?
রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, আওমীলীগ এখন খুনী,গুন্ডাদের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অঙ্গ সংগঠন হিসাবে ব্যবহার করছে। বাংলাদশের আদালতকে তারা বিরোধীদলকে দমন করার কাজে ব্যবহার করছে। গণতন্ত্র মঞ্চ সংবিধান সংস্কার সভার নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করে আগামীদিনে ভোট ডাকাতির ব্যবস্থা চিরতরে বন্ধ করবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্মাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূইয়া, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবীব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুইয়া।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা, কাওরান বাজার থেকে হাতিরপুল হয়ে কাঁটাবনে মোড়ে গিয়ে শেষ হয়।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)