মৃত্যুর আগে কুবিছাত্র অনিক লিখে গেলেন ‘এ দায়ভার একান্তই আমার’
প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাহরিয়ার অনিক নামে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। শনিবার সন্ধ্যায় নগরীর নিজ বাসায় তার মৃত্যু হয়।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে অনিক তার ফেসবুক আইডিতে একটি স্টোরি শেয়ার করেন। যেখানে লেখা ছিল, ‘ভালো থাকিস সবাই। এ দায়ভার কারও না। একান্তই আমার।’
তিনি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, শনিবার বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ অনিকের বাসাতেই ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক৷ এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।
অনিকের সহপাঠীরা জানান, শনিবার বিকাল ৫টার দিকে কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনিকের বন্ধু সাঈদ আনাস জানান, অনিক তার মা ও নানার সঙ্গে টমছম ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানেই তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)