মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় কারা পড়েছেন, জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশের কাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা জানা নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘ভিসানীতি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাদের নিষিদ্ধ করেছে, সেটা জানা নেই।’

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইশি লুতু ভুনিয়াওয়াক। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কাদের ওপর প্রয়োগ করা হয়েছে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা তাদের ব্যাপার। তারা তাদের দেশে কাকে যেতে দেবেন, আর কাকে দেবেন না সেটাও তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনও মন্তব্য নেই। বলারও কিছু নেই।’

‘যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই যেটা শুনেছি, সেটাই জানি। কাকে নিষিদ্ধ করেছে তা আমরা জানি না।’

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের সময় জাতিসংঘের প্রতিনিধিসহ অন্য বিদেশিদের নিরাপত্তায় যেন কোনো অসুবিধা না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।’

‘পাশাপাশি তাদের এটাও বলা হয়েছে, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ। কাজেই এই ধরনের আশঙ্কা করা তাদের উচিত হবে না। নিরাপত্তা বাহিনীসহ এ দেশের জনগণ তাদের সুরক্ষা দেবে। আর নির্বাচনের সময় একটি উৎসবের আমেজ আসবে।’

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ডিএম)