সীমিত পরিসরে হলেও পর্যবেক্ষক পাঠাতে ইইউকে চিঠি সিইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে করে হলেও পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
চলতি বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইউরোপীয় ইউনিয়নের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের মূল্যায়নের ওপর ভিত্তি করে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার প্রধান নির্বাচন কমিশনার এই চিঠির উত্তর দিয়েছেন।
চিঠিতে সিইসি জানান, ‘বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানো সংক্রান্ত ১৯ সেপ্টেম্বরের চিঠিটি পেয়েছি। আমি এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জানাতে চাই, সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সরকারও একই লক্ষ্য অর্জনে তাদের অঙ্গীকারের বিষয়টি বারবার উল্লেখ করছে।’
'তা সত্ত্বেও, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি দেশে ও দেশের বাইরে আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে সিদ্ধান্ত যেমনই হোক, আমি বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচনকে মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।’ বলেন হাবিবুল আউয়াল।
এ বিষয়গুলোর দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে ইইউকে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে তিনি স্বল্প পরিসরে হলেও পর্যবেক্ষক দল পাঠাতে ইউর প্রতি আহ্বান জানান।
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও পর্যবেক্ষণ দল পাঠায়নি ইইউ।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/পিআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

বৈশ্বিক অভিযোজন অ্যাওয়ার্ড লাভ বাংলাদেশের

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ

ব্যালটে প্রার্থীদের নাম থাকবে বর্ণমালার ক্রমানুসারে

দেশের আরও ২৯ পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেতে যাচ্ছে

টেলিযোগাযোগ অধিদপ্তর: এডিজি হলেন ওএসডি হওয়া সেই সাহাবুদ্দিন

আচরণবিধি লঙ্ঘনে ৮৩ প্রার্থীকে শোকজ

নির্বাচন ঘিরে নিরাপত্তা: থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়

ভোট পর্যবেক্ষণে ইসিতে সাংবাদিকসহ ১১৭ বিদেশির আবেদন

দেশের সব আদালত-বিচারকের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
