বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬
বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
বগুড়ার আদমদীঘির নাগর নদ থেকে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বুলবুল আহমেদ নামের আরেক যুবক।
রবিবার দুপুর ৩টার দিকে উপজেলা হরিণমারা গ্রামের ফসলি মাঠে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফিজুল বগুড়ার কাহালু উপজেলার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। তারা একই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।
(ঢয়াকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)