পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭

এশিয়ান গেমস নারী ক্রিকেটে লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতেই এবারের আসরে প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রান তুলে পাকিস্তান নারী দল। জবাবে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। পড়তে থাকে একের পর এক উইকেট।

পুরো ইনিংস চারজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও বিশের কোটা পার করতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রানের ইনিংসটি খেলেন লো-অর্ডার ব্যাটার আলিয়া রিয়াজ। এছাড়া নিদা দার ১৪, সাদাফ সামস ১৩ ও নাতালিয়া পারভেজ ১১ রান করেন। বাকিরা সবাই দুই অঙ্ক স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন।

৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে একটি উইকেট নেন মারুফা আক্তার। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে আসে ২৭ রান। এরপর দলীয় স্কোরে ৩০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় হারের শঙ্কাও দেখা দেয়। তবে স্বর্ণা আক্তার অপরাজিত ১৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ২ রানে অপরাজিত থাকেন সুলতানা খাতুন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :