ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক ও হেল্পলাইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

‘ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক’ ও ‘ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর উদ্বোধন করেন।

এর আগে ট্যুরিস্ট পুলিশের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়া) হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক প্রমুখ।

সংস্থাটি বলছে, ট্যুরিস্ট হেল্পলাইন চালুর ফলে ২৪ ঘণ্টায় পর্যটকরা যেকোনো তথ্য সহায়তা পাবেন। ০১৩২০-২২২২২২ এবং ০১৮৮৭-৮৭৮৭৮৭ নম্বরে ফোন করে পর্যটকরা যেকোনো অভিযোগ তুলে ধরতে পারবেন। যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ‘ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক’ বাহিনীর সদস্যদের জন্য করা হয়েছে। এতে পর্যটকদের কীভাবে সেবা দিতে হবে সেসব বিষয়ে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আমরা একসময় চিন্তাই করিনি ট্যুরিস্ট পুলিশের প্রয়োজনীয়তা আছে। বর্তমানে এক হাজার ৩৯৪ জন ফোর্স আছে। আরও বেশি সদস্য থাকা দরকার ছিল। এখন আমরা বুঝতে পারছি, এর প্রয়োজনীয়তা আছে। প্রধানমন্ত্রী একটি উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। তিনি দায়িত্ব নেয়ার পর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এতে দেশের মধ্যে চমৎকার একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। যার কারণে আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :