শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০

শ্রীপুর (গাজীপুর) ঢাকা টাইমস
বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

গাজীপুরের শ্রীপুরে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মাওনা থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপস নেই। মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না। সড়কে যে কোনো শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশ সদস্য মাহতাব উদ্দিন। আরও বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । 

(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/এআর)