ইনজুরিতে এমবাপ্পে
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪

গ্রীষ্মে দলে আসা গঞ্জালো রামোসের দুই গোলে মার্সেইকে লিগ ওয়ানে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। তবে ম্যাচের ৩২তম মিনিটে গোঁড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। আর তারই বদলি হিসেবে খেলতে নেমেছিলেন রামোস।
পার্ক ডি প্রিন্সেসে অষ্টম মিনিটে এমবাপ্পেকে ফাউলের অপরাধে মার্সেইর বিপক্ষে ফ্রি-কিক আদায় করে নেয় মার্সেই। নিখুঁত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন মিশরীয় তারকা আশরাফ হাকিমি। ঐ ইনজুরিই শেষ পর্যন্ত এমবাপ্পেকে আর খেলতে দেয়নি। তার পরিবর্তে মাঠে নামেন রামোস।
৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রানডাল কোলো মুয়ানি। বিরতির ঠিক পরে হেডের সাহায্যে পিএসজির তৃতীয় গোল করেন রামোস। ম্যাচ শেষের এক মিনিট আগে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে অবশ্য এমবাপ্পের ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় জানিয়ে পিএসজি বস লুইস এনরিকে বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে এটা সাধারণ ইনজুরি। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্যাথা বেড়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। আমার মনে হয়না বিষয়টি ততটা গুরুতর। আশা করছি দ্রুতই সে মাঠে ফিরতে পারবে। কিন্তু শতভাগ ফিট না থাকলে ঝুঁকি না নেয়াই ভাল।’
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমএম)