অসম্ভব সেই ইতিহাস গড়েই ফেললেন শাহরুখ খান!
ভারতীয় যেকোনো সিনেমার ইতিহাসে যা কেউ কোনো দিন পারেননি, সেই অসম্ভব ইতিহাস লিখে ফেললেন শাহরুখ খান। একই বছরে তার পরপর দুটি সিনেমা হাজার কোটি রুপির ব্যবসা করল। কিং খানই ভারতের একমাত্র তারকা, যিনি এই কীর্তি গড়লেন!
চলতি বছরে একের পর এক চমক দিচ্ছেন বলিউড বাদশাহ। একে তো ফিরেছেন দীর্ঘ চার বছর পর। ‘রইস’, ‘ফ্যান’, ‘জিরো’- টানা দিনটি সিনেমা ফ্লপ দেওয়ার পর যেভাবে তিনি কামব্যাক করলেন, তা এককথায় অবিশ্বাস্য।
চার বছর পর অ্যাকশন মুডে ফেরেন রোমান্সের রাজা শাহরুখ খান। বছরের শুরুতে এসেছিল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘পাঠান’। যা বিশ্বব্যাপী ১০৫০ কোটি রুপির ব্যবসা করে। শুধু ভারতের বাজারে এ সিনেমার আয় ছিল ৫৪২ কোটি রুপি।
‘পাঠান’ই ছিল এ যাবৎ সবচেয়ে উপার্জনকারী হিন্দি সিনেমা। কিন্তু ‘জওয়ান’ দিয়ে নিজের সেই রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন শাহরুখ খান। সোমবার পর্যন্ত এই সিনেমার আয় শুধু ভারত থেকেই ৫৬৬ কোটি রুপি।
অন্যদিকে, বিশ্বব্যাপী ‘জওয়ান’-এর বর্তমান আয় ১০০৫ কোটি রুপির বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ১৩২০ কোটি টাকারও বেশি। এদিকে ফিল্ম বিশ্লেষকরা বলছেন, ভারতের বাজারে ৬০০ কোটির ব্যবসা না দিয়ে থামবে না ‘জওয়ান’। এই রেকর্ড ভাঙা যে কোনো তারকার জন্যই কঠিন হবে, তাও বলছেন ফিল্ম বিশ্লেষকরা।
‘জওয়ান’ বক্স অফিস রেকর্ড
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এই সিনেমা। খাতা খোলে ৭৫ কোটি দিয়ে। প্রথম সপ্তাহের শেষে ছবি ব্যবসা করে ৩৮৯.৮৮ কোটি রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহের শেষে জওয়ানের আয় হয় ১৩৬.১ কোটি।
আপাতত চলছে তৃতীয় সপ্তাহ। তৃতীয় শুক্রবারে জওয়ানের সংগ্রহ ছিল ৭.৬ কোটি। শনি ও রবিবারে তা বেড়ে হয় ১২.২৫ ও ১৪.৯৫ কোটি। তবে সোমবারে এসে তা ফের কমল অনেকটাই। এদিন ৫.৩০ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি। ১৯ দিনে দেশের বাজার থেকে ছবির মোট আয় ৫৬৬.০৮ কোটি রুপি।
আপাতত ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ ছবিখানার। যার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতে করোনার টিকা কোভ্যাক্সিন বানানোর যে লড়াই, সেটাই ফুটিয়ে তুলেছেন পরিচালক।
এরপর ৬ নভেম্বর আসছে অক্ষয় কুমারের মিশন রানিগঞ্জ। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল ১৮৯৯ সালে রানিগঞ্জের কয়লাখনির ধ্বসে যেভাবে ৭১ জন কর্মীর জীবন বাঁচিয়েছিলেন তা-ই দেখান হবে এই ছবিতে।
আশঙ্কা করা হচ্ছে, এই দুটি সিনেমা মুক্তি পেলেই জায়গা ছাড়তে হবে শাহরুখ কানের ‘জওয়ান’কে। যদিও ডিসেম্বরে ফের বক্স অফিসে আসবেন কিং খান তার ‘ডাঙ্কি’ নিয়ে। রাজকুমার হিরানির এই সিনেমাও ব্লকবাস্টার হবে বলে ভবিষ্যদ্বাণী ফিল্ম বিশ্লেষকদের।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজে)