জাতীয় রাজনীতিতে হান্নান শাহের অবদান চিরঅম্লান হয়ে থাকবে: মির্জা ফখরুল

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতীয় রাজনীতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহের ভূমিকা ও অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার প্রয়াত হান্নান শাহের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকবাণীতে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘হান্নান শাহের অনেক স্মৃতি আমাদেরকে এখনও বেদনার্ত করে। স্বৈরাচারবিরোধী নব্বইয়ের গণঅভ্যুত্থানের একজন বীর, মন্ত্রিসভার সদস্য, ফখরুদ্দীন-মঈনুদ্দিনের অবৈধ সরকারবিরোধী সংগ্রামের বলিষ্ঠ কন্ঠ এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে মরহুম হান্নান শাহের ভূমিকা ও অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও সহযোদ্ধা হান্নান শাহের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। হান্নান শাহের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কেবল ক্ষতিগ্রস্ত হয়নি, দেশ হারিয়েছে জাতীয় স্বার্থরক্ষার এক অকুতোভয় যোদ্ধাকে, জাতি হারিয়েছে তার এক সাহসী সন্তানকে। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর হান্নান শাহ শহীদ জিয়ার মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে, নাগরিকদের অধিকার সমুন্নত রেখে এবং জনগণের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বিধিব্যবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হই তাহলেই হান্নান শাহের বিদেহী আত্মা শান্তি পাবে এবং তার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হবে।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি/ডিএম)