সিরিজ হেরে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৬ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৪

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচেও কিউইদের কাছে জেতা হলো না টাইগারদের। তাতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ দল।

আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৯১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীলা।

সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা নাজমুল হোসেন শান্ত। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোল্ড হন অভিষিক্ত জাকিন হাসান। পরের ওভারের প্রথম বলে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম। জাকির ১ ও তামিম ৫ রান করেন। হৃদয় করেন ১৮ রান।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শান্ত-মুশফিক। এ সময় দুজন মিলে গড়েন ৫৩ রানে জুটি। এরপর ব্যক্তিগত ১৮ রানে ফেরেন মুশি। পরের উইকেটে নেমে অ্যাডাম মিলনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ২৭ বলে ২১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩ রান করেন শেখ মাহেদি।

এদিকে একাই লড়ে যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ব্যক্তিগত ইনিংসটা ফিফটির পর শতকে পরিণত করতে পারেননি। ৭৬ রানে আউট হন শান্ত। মাত্র ৮৪ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো। এছাড়া নাসুম ৭, হাসান ১ ও শরিফুল ১ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ আহমেদ।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যাডাম মিলনে। এছাড়া ট্রেন্ট বোল্ট ও কোলে ম্যাকেঞ্জি দুটি করে উইকেট নেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্রা।

রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। শরিফুল ইসলামের করা ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন ওপেনার ফিন অ্যালেন। পরের বলেই ড্যান ফক্সক্রোফটকে ফেরান শরিফুল। টানা দুই বলে দুই উইকেট নিলেও হ্যাটট্রিকের দেখা পাননি তিনি।

এদিকে তৃতীয় উইকেট জুটিতে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওপেনার উইল ইয়াং। তাতেই জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ইয়াং। পরে টম ব্লান্ডেলকে নিয়ে জয় নিশ্চিত করেন নিকোলস। ৫০ রানে নিকোলস ও ১৯ রানে ব্লান্ডেল অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :