শিবগঞ্জে হিমাগার মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৪

বগুড়ার শিবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে হিমাগার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নিউ কালেফা কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক আখতারুজ্জামান মিলটন, হিমাদ্রী লিমিটেড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক নূরুন্নবীসহ উপজেলার ১৫টি হিমাগারের মালিক ও ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। হিমাগার গুলোতে বীজ আলু ছাড়া খাবার আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবেনা। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)