নীশিরাতের ভোট আর সম্ভব নয়: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৫ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৪

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমরা এলডিপির পক্ষ থেকে সরকারকে বারবার সতর্ক করেছি যে, ২০১৪ এবং ২০১৮ বাংলাদেশে আর আসবে না, নীশিরাতের ভোট আর সম্ভব নয়। সমগ্র দেশবাসী দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

বুধবার রাজধানীর পূর্ব পান্থপ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে রাজনীতি ধ্বংস করে দিয়েছে। অর্থনীতির বারোটা বাজানোর সেই চেষ্টা অব্যাহত রেখেছে। আল্লাহর মেহেরবানীতে এবার তাদেরকে বিদায় নিতে হবে।

তিনি বলেন, সরকার দুর্নীতিতে সেঞ্চুরি করেছে। এমনকি ঢাকার জলবদ্ধতা নিরসনের জন্য বছরে ৩০০ কোটি ব্যয় করেছে কিন্তু আমারা জলবদ্ধতা থেকে রেহাই পাইনি। বড় প্রকল্পে বড় লুটতরাজ, এই প্রকল্প গুলো দ্বারা শতকরা ৮০% লোক লাভবান হয়নি।

তিনি আরও বলেন, রিজার্ভ আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে, লক্ষ্মণ ভাল নয়। উদ্বেগের কারণ, প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। ডিসেম্বর মাসে ঋণ পরিশোধ করতে হবে ১২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন ডলারের নিচে। প্রতিমাসে বাণিজ্যিক ঘাটতি ৩ থেকে ১ বিলিয়ন ডলার প্রতিমাসে পরিশোধ করতে হয় ০.৬৯ বিলিয়ন ডলার। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। বড় গলায় গর্ব করে এই সরকার বলেছিল যে আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার। অর্ধেকের বেশি এই সরকারের ডাকাতেরা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। যথেষ্ট হয়েছে, এখন ক্ষমতার মোহ ত্যাগ করুন। আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করে দেশের জনগণে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দিন।যতদেরি তত শান্তি কঠিন হবে। দেশবাসীকে শান্তিতে থাকতে দেন।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড.নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এবারের জাতীয় নির্বাচন সহজ নয়: নাছিম

মৃত বিএনপি নেতাকে আড়াই বছরের সাজা

বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা বুদ্ধিজীবীরা সুবিধাবাদী: তথ্যমন্ত্রী

নাশকতা মামলা: টুকু-জুয়েলের দুই বছরের কারাদণ্ড

নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে আ.লীগ দেশকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার: এবি পার্টি

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নির্যাতিত ও কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

সরকার অত্যন্ত সুকৌশলে পোশাক শিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করছে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :