রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৩
রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষষা করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শিশু রিফাদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/ইএইচ)