বেরোবিতে রিসার্চ মেথোডলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রিসার্চ মেথোডলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাদেকা হালিম এবং একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম খান।

কর্মশালার প্রথম পর্বে প্রফেসর ড. সাদেকা হালিম কোয়ালিটিটিভ রিসার্চ মেথড নিয়ে এবং দ্বিতীয় পর্বে প্রফেসর ড. মনিরুল ইসলাম খান কোয়ানটিটিভ রিসার্চ মেথড বিষয়ে আলোচনা করেন।

 ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনসহ অনুষদভুক্ত ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. শরিফুল ইসলাম।

 

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)