পিএইচডি থিসিসে জালিয়াতি, দুই ঢাবি শিক্ষকের পদাবনতি ৩ বছর স্থায়ী

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

 


গবেষণা অভিসন্দর্ভে (থিসিস) জালিয়াতির আশ্রয় নিয়ে ‘পিএইচডি’ ডিগ্রিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের পদাবনতির সিদ্ধান্ত তিন বছর স্থায়ী করা হয়েছে।

 

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।

 

এর আগে ওই দুই শিক্ষকের ডিগ্রি বাতিল করে শাস্তিস্বরূপ আবুল কালাম লুৎফুল কবীরকে সহকারী অধ্যাপক পদে এবং ওমর ফারুককে প্রভাষক পদে পদাবনতির দেওয়া হয়।

 

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসকে/এফএ)