উলিপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এরআগে নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে আসছেন। ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত, কলার দাম চাওয়ায় দোকানিকে মারধর, গৃহবধূকে ধর্ষণ চেষ্টাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বরখাস্তের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা সাংবাদিকদের বলেন, এটা ২০২২ ভূমি কর্মকর্তাকে মারার কারণে আমার নামে মামলা করা হয়েছিল। এ কারণে সাময়িক বরখাস্ত করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আমরা এখনো প্রজ্ঞাপনটি পাইনি। চিঠিটা হাতে পেলে এ বিষয়ে বলতে পারবো।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)