এগিয়ে গিয়েও জেতা হলো না বাংলাদেশের মেয়েদের
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫

গ্রুপপর্বে টানা দুই ম্যাচে হারের পর বিদায় আগে-ভাগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারল না লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের এশিয়া কাপের মিশন শেষ করলেন সাবিনা খাতুনরা।
এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ কেবল ১ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে অবস্থান নেপালের। গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করেছে শক্তিশালী জাপান ও ভিয়েতনাম।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে পাত্তাই পায়নি দল। হেরেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও উঠে দাঁড়াতে পারেননি সাবিনারা। ভিয়েতনামের বিপক্ষে একটি গোল আদায় করলেও হেরেছে ৬-১ গোলের বড় ব্যবধানেই।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)