দিনাজপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১০

দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে হাসমত হাসু নামের এক শিক্ষর্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড় নামক স্থানে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
নিহত হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, স্কুল বন্ধ তাই হাসু বাড়ির সামনেই খেলছিল। আমি বাড়িতে কাজ করছিলাম। হাঠাৎ শুনতে পাই হাসু নদীর পানিতে ডুবে গেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহের সুরত হাল করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)