জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার মিলনমেলা
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭

কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ২যুগ পূর্তি উপলক্ষ্যে মাদ্রাসার আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার নিজস্ব ময়দানে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এ সময় গেটপাস রেজিষ্ট্রেশনের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে ব্যাচ আকারে মাদ্রাসা থেকে পুনর্মিলনী সদস্য আইডি কার্ড, স্মরণিকা স্মারক ও ব্যাগ গ্রহণ করে অনুষ্ঠানে হাজার হাজার প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ করতে দেখা যায়।
সবশেষ প্রাক্তন আলেম শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে সহীহ্ বুখারীর সবক প্রদান করার মাধ্যমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আহমেদ খোশালের আত্মার মাগফিরাত কামনা করে, মাদরাসার সঙ্গে সম্পৃক্ত মঙ্গলবাড়িয়া এলাকাবাসী ও দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করেন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার শায়খুল হাদীস ও মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদ দা. বা.।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)