ওটিটিতে দেখা যাচ্ছে ইমনের ‘কাগজ’

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৩

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

গত বছরের ২৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মামনুন হাসান ইমন ও আইরিন সুলতানা অভিনীত থ্রিলার-রোমান্টিকধর্মী সিনেমা ‘কাগজ’। মুক্তির নয় মাস পর নির্মাতা জুলফিকার আলী জাহেদী পরিচালিত এই সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পেল। বৃহস্পতিবার দুপুরে দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘দীপ্ত প্লে’তে মুক্তি পেয়েছে।

একজন লেখকের জীবনের আড়ালের গল্প নিয়ে ‘কাগজ’ সিনেমার কাহিনি। যেখানে দেখা যায়, সেই লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজক ও চিত্রনাট্যও করেছেন নির্মাতা জুলফিকার জাহেদি। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলে ‘কাগজ’। সিনেমাটি দেখে দর্শক এর ভূয়সী প্রশংসা করেন। এবার ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লের মাধ্যমে সিনেমাটি বিশ্ব দেখা যাবে জানিয়ে এর নির্মাতা বলেন, ‘পরিপূর্ণ একটা মৌলিক গল্পের সিনেমা কাগজ। যে গল্পের ভাঁজে ভাঁজে থ্রিল আছে, রহস্য আছে। এ সিনেমার মাধ্যমে দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবে পাবেন। এখন থেকে দীপ্ত প্লের মাধ্যমে বিশ্ব ব্যাপী সবাই দেখতে পাবে সিনেমাটি।’

এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। নায়ক বলেন, ‘সিনেমা হলে গিয়ে যারা এটি দেখতে পারেন নি, ওটিটিতে তাদের দেখার সুযোগ হলো। দুপুরে ওটিটিতে সিনেমাটি মুক্তি পেয়ে, ইতোমধ্যে অনেকে এটি দেখেছে সবাই ইতিবাচক মন্তব্য করছে।’

ইমন বলেন, ‘আমি বরাবরই নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। একই ঘরানা বা চরিত্রে নিজেকে আবদ্ধ করতে চাই না। এই সিনেমাতেও ভিন্ন ইমনের দেখা মিলবে। আশা করছি দর্শক উপভোগ করবে।’

‘কাগজ’ সিনেমাটি তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের জাকিয়া সুলতানা কর্নিয়া, মীর মাসুম এবং ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএম/কেএম)