জনতার উত্তাল তরঙ্গে ভোটচোর সরকারের পতন হবে: শামা ওবায়েদ
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৭
জনতার উত্তাল তরঙ্গে ভোট চোর সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া মোল্যাবাড়ি চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকারের পতন হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে আসলে দেশের জনগণ ভোটাধিকার ফিরে পাবে। তাই জনতার উত্তাল তরঙ্গে এই ভোট চোর সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
রোডমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ফরিদপুর বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য এলাকার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে যাতে বিপুল সংখ্যক লোকসমাগম ঘটে সেই লক্ষে কাধে-কাধ মিলিয়ে কাজ করতে হবে সকলকে।
উপজেলার ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রইসদ্দীন চোকদারের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, আলিমুজ্জামান সেলু, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)