ঈদে মিলাদুন্নবি উপলক্ষে কিশোরগঞ্জে ইফার দোয়া মাহফিল
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৬

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃ্হস্পতিবার বাদ মাগরিব কিশোরগঞ্জ কালেক্টরেট মসজিদে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী।
ইফার উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে আলোচক ছিলেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন । বক্তব্য দেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা জসিম উদ্দিন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করেন বক্তারা।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও উলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)