ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন পালন করলেন সজীব ওয়াজেদ জয়

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে বর্তমানে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন পালন করেন ছেলে সজীব ওয়াজেদ। জন্মদিনে তারা একসঙ্গে ডিনার করেন।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৫টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সজীব ওয়াজেদ জয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।’

ছবিতে দেখা যায়, হাস্যোজ্জল শেখ হাসিনার দুপাশে পরিবারের অন্য সদস্যরা এবং পেছনে জয় দাঁড়িয়ে আছেন।

এদিকে বৃহস্পতিবার দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়। শেখ হাসিনার জন্মদিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, কেক কাটা, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :