চতুর্থ সপ্তাহেও অপ্রতিরোধ্য শাহরুখ খানের ‘জওয়ান’

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির তিন সপ্তাহ পার হয়ে গেছে ইতোমধ্যেই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চতুর্থ সপ্তাহ। সিনেমাটি মুক্তির ২২তম দিন। এদিনও অপ্রতিরোধ্য ‘জওয়ান’ আয় করে নিল সাড়ে ৫ কোটি রুপি।
ফলে, বক্স অফিসে শুধু ভারতের বাজার থেকে কিং খানের এই সিনেমার আয় দাঁড়িয়েছে ৫৮১ কোটি ৪৩ লাখ রুপিতে। এখন ৬০০ কোটির লক্ষ্যে অবিচল থেকে এগোচ্ছে ‘জওয়ান’। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে সিনেমাটি।
সেটি হলে শাহরুখ খানই হবেন ভারতের প্রথম তারকা, যার সিনেমা দেশের বাজারে ৬০০ কোটি রুপি ক্লাবের একমাত্র সদস্য হবে। বক্স অফিস বিশেষজ্ঞরা এমন ভবিষ্যদ্বাণীও করছেন যে, কিং খানের এই রেকর্ড ভাঙা অসম্ভব হবে।
এদিকে, ভারতসহ বিশ্ববাজারে শাহরুখ খানের ‘জওয়ান’ ইতোমধ্যে আয় করে ফেলেছে ১০২৩ কোটি রুপিরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৫০ কোটি টাকারও বেশি। এর আগে চলতি বছরেই শাহরুখের আরেক সিনেমা ‘পাঠান’ আয় করেছিল ১০৫০ কোটি রুপি।
এর মাধ্যমে একটি রেকর্ড ইতোমধ্যে করে ফেলেছেন শাহরুখ খান। একই বছরে তার দুটি সিনেমা পরপর হাজার কোটি রুপির ব্যবসা করেছে। যা এর আগে করতে পারেনি ভারতের আর কোনো তারকা, ভবিষ্যতেও কারও পক্ষে এমন কীর্তি সম্ভব হবে না বলেই জানাচ্ছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার। সেখানকার নয়নতারা, প্রিয়ামণি ও বিজয় সিতুপতি এই সিনেমায় গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয়ও করেছেন। আরও আছেন সানিয়া মালহোত্রা। ক্যামিও করেছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।
রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ প্রযোজনা করেছিল যশরাজ ফিল্মস। চার বছর বিরতির এটি ছিল কিং খানের কামব্যাক সিনেমা।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

আসছে অমিত নাথের মিউজিক ভিডিও ‘মন ময়ূরী’

৮ ফেব্রুয়ারির আগেই শিল্পী সমিতির নির্বাচনের তফসিল

‘কারার ঐ লৌহ-কপাট গানটি শুদ্ধ বাণী ও সুরে রেকর্ড করবে প্রনস

আজ যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন চিত্রনায়িকা মাহি! কার বিরুদ্ধে?

প্রথম দিনেই রণবীরের ‘অ্যানিমেল’-এর রেকর্ড আয়

৬৪ পেরোলেন সুবর্ণা মুস্তাফা

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

শুটিংয়ে কুকুরের কামড়ে আহত খল-অভিনেতা জাদু আজাদ

সোনায় সোহাগা! ছেলের পর মেয়ের অভিভাবক হলেন রাজ-শুভশ্রী
