চুয়াডাঙ্গায় ব্রিজে ঝুলছিল পল্লী চিকিৎসকের মরদেহ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রিজ থেকে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডম্বলপুর-মাধবপুর সড়কের নেংটা ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তহিদুল ইসলাম (৪০) আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় বাজারের একটি দোকানে চা পান করে আর বাড়ি ফেরেননি পল্লী চিকিৎসক তহিদুল ইসলাম। রাতেই খোঁজাখুঁজি ক‌রেও তার সন্ধান পায়‌নি প‌রিবা‌রের লোকজন।

শুক্রবার সকা‌লে ডম্বলপুর-মাধবপুর সড়কে নেংটা ব্রিজের রেইল বারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখ‌তে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, ঘটনাস্থলের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি এবং স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। সেখা‌নে ধস্তাধ‌স্তির চিহ্ন র‌য়ে‌ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তা‌কে হত্যা ক‌রে মু‌খের ভেতর গামছা ও গলাঁয় র‌শি বে‌ধে ব্রি‌জের রেইল বারের সা‌থে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)