২৯ হলে মুক্তি পেল ‘দুঃসাহসী খোকা’ ও ‘বৃদ্ধাশ্রম’
আজ শুক্রবার দেশের ২৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুর দুই সিনেমা। একটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’, অপরটি এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘দুঃসাহসী খোকা’। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ হলে। এতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। অন্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা।
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বললেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলাকে দেখতে পাবেন দর্শকরা। দীর্ঘদিন ধরেই এটি মুক্তি দিব বলে পরিকল্পনা করছিলাম, অবশেষে সিনেমাটি মুক্তি পেল—এটা আমার জন্য স্বস্তির বিষয়। আশা করছি, সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে।’
এদিকে, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, পুরান ঢাকার আজাদ সিনেমা হল ও ফার্মগেটের আনন্দসহ মোট ১৮টি হলে মুক্তি পেয়েছে ‘বৃদ্ধাশ্রম’। এতে অভিনয় করেছেন এসডি রুবেল, ববি, সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম)