দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রোজউল করিম বলেছেন, দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে, বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুটপাট হয়। কাজেই দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
শুক্রবার বিকালে জেলার নাজিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কেননা, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান। যা অতীতের সকল সরকারের তুলনায় আনেকগুন বেশী। দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে । এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, আমাদের সকলকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে, কেননা তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মালিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার দিপংকর সমদ্দার রিপাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)