বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দলটির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণআন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, ফাতিমা তাসনিম, সহসভাপতি নাজমুস সাকিব, মীর মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল, মাজেদুর রহমান।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেবি/এফএ)