ফরিদপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন মুন্সি মাহাবুব

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মুন্সি মাহাবুবকে আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ১ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

শনিবার সংগঠনের ফরিদপুর জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। এতে মুন্সি মাহাবুবকে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১ নম্বর সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় মুন্সি মাহাবুব কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।

মুন্সি মাহাবুব এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছাত্রলীগ, কৃষকলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমআই/কেএম)