ফরিদপুরে মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১
আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর স্বাক্ষরিত এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
গত ২৭ মে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাজী আবদুস সোবহানকে সভাপতি এবং মো. ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
এরপর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ বরাবর প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দিলে শনিবার তা অনুমোদন পায়।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমআই/কেএম)